Home / জাতীয় / পাবনায় মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ

পাবনায় মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ

পাবনা প্রতিনিধি: পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে শতাধিক মুক্তিযোদ্ধার মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড কার্যালয় থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুদানকৃত এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সাবেক ডেপুটি কমান্ডার (১) বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, আব্দুল লতিফ সেলিম (২), সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার আলহাজ্ব আবুল কাশেম বিশ্বাস, হাবিবুর রহমান রঞ্জু, আলহাজ্ব দেওয়ান ওমর ফারুক, শহিদুল ইসলাম, আব্দুল জলিল শেখ, আব্দুল মুন্নাফ, রুস্তম আলী, আব্দুস সামাদ, মহরম আলীসহ জেলার বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

Check Also

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী জাহানারা ভূঁইয়া

ছবি : সংগৃহীত বিনোদন ডেস্ক : গুণী চলচ্চিত্র অভিনেত্রী জাহানারা ভূঁইয়া। একাধারে গীতিকার ও নির্মাতা …